ভুয়ো ভোটার ধরতে বেরিয়ে পড়লেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্র।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সোনারপুর :: সোমবার ১৭,মার্চ :: দলীয় কর্মীদের নিয়ে রাজপুর সোনারপুর পুরসভার কালিকাপুর এক নম্বর দিঘীরপাড় অঞ্চলে ভোটার তালিকা-সহ বাড়ি বাড়ি যান বিধায়ক লাভলী মৈত্র ।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মাফিকই ভুয়ো ভোটার চিহ্নিত করতে হবে, বললেন লাভলী মৈত্র। সোনারপুর দক্ষিণ বিধানসভায় মোট ৩০০টি বুথ রয়েছে। লোকসভা ভোটের নিরিখে ভোটার বেড়েছে প্রায় ২৫ হাজার। তাঁরা সকলেই বৈধ ভোটার কিনা প্রতিটি বুথে বুথে গিয়ে খতিয়ে দেখা হবে বলে জানান লাভলি মৈত্র।

যদিও এদিন বেশ কয়েকটি বুথে খতিয়ে দেখা হলেও কোনও ভুয়ো ভোটার পাওয়া যায়নি। লাভলী মৈত্র বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী প্রতিটি বুথে যাচাই করা হচ্ছে। ভোটার তালিকায় কোনও অসঙ্গতি থাকলে তা দ্রুত সংশোধন করা হবে।

প্রসঙ্গত, সম্প্রতি চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের ২২টি সংসদে প্রায় ৪,৫০০ বাড়তি ভোটার পাওয়া গিয়েছে বলে অভিযোগ। চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান অসিতবরণ মণ্ডল জানান, প্রশাসনের নির্দেশ মাফিক তাঁরা ভোটার তালিকা ‘স্ক্রুটিনি’ করছিলেন। সেই সময়ই দেখা যায়, ২২টি সংসদেই অসংখ্য ‘ভূতুড়ে’ ভোটার।

উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা— শিলিগুড়ি, রায়গঞ্জ, মুর্শিদাবাদ, মালদহ থেকে প্রচুর ভোটারের নাম রয়েছে দক্ষিণ ২৪ পরগনার এই অঞ্চলের ভোটার তালিকায়।

ভোটার তালিকায় ওঠা ওই নামের পাশে থাকা ফোন নম্বরে ডায়াল করে চেক করা যায়। দেখা যায়, এরা কেউ দক্ষিণ ২৪ পরগণার বাসিন্দাই নন। তাই বিধানসভা ভোটের আগে বড় হাতিয়ার হিসাবে ভুয়া ভোটার ধরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =