নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রায়গঞ্জ :: শনিবার ২৫,নভেম্বর :: ভুল ইঞ্জেকশন দেওয়ায় এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠল রায়গঞ্জ গোয়ালপাড়া এলাকার এক স্বাস্থ্য কেন্দ্রে৷ এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়৷ ভাঙচুর করা হয় স্বাস্থ্য কেন্দ্রে৷ নিগ্রহের করা হয় স্বাস্থ্য কর্মীদেরও৷ মৃত শিশুর নাম সায়ন বর্মন। তার বাড়ি তাহেরপুরে। গোয়ালপাড়ায় মামার বাড়ি।

সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন। মৃত শিশুর বাবা উপেন বর্মন জানান, ভুল ইঞ্জেকশন প্রয়োগের কারনে তার বাচ্চার মৃত্যু হয়েছে। তিনি অভিযুক্তের শাস্তির দাবী জানিয়েছেন।