ভুল ইনজেকশন দেওয়ার অভিযোগে এক রোগীর মৃত্যুর ঘটনায় ধুন্ধুমার মালদা মেডিকেল কলেজ হসপিটালে ।

কুমার মাধব  :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ৩০,অক্টোবর :: ভুল ইনজেকশন দেওয়ার অভিযোগে এক রোগীর মৃত্যুর ঘটনায় ধুন্ধুমার মালদা মেডিকেল কলেজ হসপিটালে । পরিস্থিতি সামাল দিতে ইংরেজ বাজার থানার পুলিশ মালদা মেডিকেল কলেজ হসপিটালে। জানা যায় পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মালদা শহরের মঙ্গল বাড়ির বাসিন্দা সাহিল শেখ রবিবার দুপুরে ভর্তি হয় l

মালদা মেডিকেল কলেজ হাসপাতালেl পরিবারের লোকের অভিযোগ দীর্ঘক্ষণ সময় পার হয়ে গেল তার চিকিৎসা সেভাবে হয়নি। অভিযোগ বারবার চিকিৎসার জন্য আবেদন করার পর বিকেলে ইনজেকশন দেওয়া হয় তারপরই সাহিল শেখের শারীরিক পরিস্থিতির অবনতি ঘটে, তারপরেই মৃত্যু হয় ।

পরিবারের লোকের অভিযোগ ভুল ইনজেকশন দেওয়ার পরই মৃত্যু ঘটেছে। কর্তব্যরত যে সিস্টার ইনজেকশন দিয়েছে সে কিন্তু ঘটনাস্থল থেকে পালিয়েছে | পরিস্থিতি সামাল দিতে ইংরেজবাজার থানার বিশাল পুলিশ বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =