ভুল জাতীয় সঙ্গীত গেয়ে ভিডিওয় ভাইরাল হলেন কাঁথির ছয় নম্বর ওয়ার্ড তৃনমূল কাউন্সিলর

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁথি :: পাশে রয়েছেন রাজ্যের মন্ত্রী ও তাবড় তাবড় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। তাঁদেরকে সঙ্গে নিয়ে জাতীয় সঙ্গীতকে বিকৃত করে গাওয়ার অভিযোগ উঠল কাঁথি পৌরসভার ৬ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের নব নির্বাচিত কাউন্সিলর রিনা দাসের বিরুদ্ধে৷ বিষয়টিকে কেন্দ্র করে বিরোধীরা ওই তৃণমূল নেত্রীর বিরুদ্ধে জাতীয় সংগীত অবমাননার অভিযোগে করেছেন৷

ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়া, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে গ্রূপে। ঘটনার জেরে রীতিমতো অস্বস্তিতে পড়েছেন শাসক দলের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। রিনা দাস শুধু কাউন্সিলর নন তিনি একটি স্কুলের শিক্ষিকাও বটেন !

স্বভাবতই, শিক্ষিকা নিজেই ভুল জাতীয় সঙ্গীত গাওয়ায় বিজেপি নেতৃত্বরা বিষয়টিকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =