কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ২২,জুন :: ভূতনিতে গঙ্গা ভাঙ্গন রোধের কাজ নিম্নমানের হওয়ায় বিক্ষোভ এলাকাবাসীদের।শনিবার প্রায় আধ ঘন্টা ধরে কেশরপুর ঘাট সংলগ্ন এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় বাসিন্দারা।গঙ্গা ভাঙন রোধে হরিলুট চলছে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
মানিকচকের ভূতনির চরের কেশরপুর কলোনি এবং কোশি ঘাট এলাকায় বিগত তিনদিন আগে থেকে শুরু হয়েছে ব্যাপক ভাঙন।তবে ভাঙন রোধের কাজ কোশি ঘাটে শুরু না হলেও গঙ্গা নদীর পাড়ে চলছে কাজ। যে জায়গায় ভাঙন রোধের কাজ করা হচ্ছে সেই জায়গায় কোন ভাঙন নেই , অথচ সেখানেই কোটি কোটি টাকার কাজ করা হচ্ছে।
এমনকি কালুটোন টোলার বাঁধে প্রায় তিন জায়গার বাঁধ প্রায় নিশ্চিহ্ন অবস্থায় রয়েছে।অল্পবিস্তর গঙ্গা নদীর জল বাড়লেই সেই জল প্রবেশ করবে ভূতনি এলাকায়। নদী ভাঙনের এমন পরিস্থিতি নিয়ে বেজায় ক্ষুব্ধ নদী তীরবর্তী বাসিন্দারা। প্রশাসন সহ জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন তারা।ভাঙন আটকাতে দ্রুত কোন স্থায়ী পদক্ষেপ না নিলে গোটা ভূতনি আগামী দিনে নিশ্চিহ্ন হয়ে যাবে।