নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভুপতিনগর :: মঙ্গলবার দুপুর ১ টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার ভুপতিনগর থানার অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের নাড়ুয়াভিলা গ্রামে পৌঁছায় তিন সদস্যের ফরেনসিক দল। বিস্ফোরণে মৃত তৃণমূল নেতা রাজকুমার মান্নার বাড়ির চারপাশে নমুনা সংগ্রহ করে ফরেনসিক দলের সদস্যরা। বাড়ির চারপাশ ঘুরে দেখেন তারা।
ফরেনসিক দল এত দেরিতে আসা নিয়ে একাধিক প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে? ঘটনার চারদিন অতিক্রান্ত হওয়ার পর এতো দেরিতে কেন বা ফরেনসিক দল ঘটনাস্থলে এলো? ৪ দিন পর কি নমুনা সংগ্রহ করতে পারবেন তারা? একাধিক প্রশ্ন দেখা দিয়েছে?
এমনিতে বিরোধী রাজনৈতিক দল বিজেপি তদন্তের দাবিতে সরব হয়েছেন। মঙ্গলবার সকালে ভুপতিনগর থানার সামনে এনআইএ তদন্তের দাবিতে বিক্ষোভ দেখান তারা। শুক্রবার গভীর রাতে পূর্ব মেদিনীপুর জেলার ভুপতিনগর থানার অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের নাড়ুয়াভিলা গ্রামে বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয় তৃণমূল নেতা রাজকুমার মান্না সহ তিনজনের ।