নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ত্রিবেণী :: বুধবার ৫,ফেব্রুয়ারি :: প্রয়াগরাজের পর এবার হুগলির ত্রিবেণী তে ১১, ১২ ও ১৩ই ফেব্রুয়ারি হতে চলেছে কুম্ভ স্নান। সেই উপলক্ষে বসবে মেলাও। বুধবার সকালে ত্রিবেণী সপ্তঋষি গঙ্গার ঘাট সংলগ্ন মাঠে হল কুম্ভের ভূমি পুজো।
গত বছর মাধ্যমিক পরীক্ষার জন্য এই কুম্ভমেলার আয়োজন নিয়ে টানাপোড়েন শুরু হয়েছিল। যদিও পরে প্রশাসন ও আয়োজকদের সঙ্গে বৈঠকে মাইক বাজানোয় নিয়ন্ত্রণ এনে কুম্ভমেলা আয়োজিত হয়। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা ১০ ফেব্রুয়ারি থেকে শুরু।
তাই আগেভাগেই পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদকে কমিটির পক্ষ থেকে মেলা সংলগ্ন এলাকায় পরীক্ষা কেন্দ্র না রাখার আবেদন করা হয়। আয়োজকদের দাবি, সেই আবেদনে সাড়া দিয়ে এ বার আশপাশের ৫টি স্কুলে পরীক্ষা কেন্দ্র করা হয়নি।
এখানকার কুম্ভস্নান মাঘ সংক্রান্তিতে হয়। আয়োজকদের দাবি, প্রায় ৭০০ বছর আগে এই ত্রিবেণীতে কুম্ভ স্নান হত। কিন্তু পরবর্তী সময়ে তা বন্ধ হয়ে যায় ২০২২ সাল থেকে আবারও এই ত্রিবেণী সপ্তঋষি গঙ্গার ঘাটে শুরু হয়েছে কুম্ভ স্নান। এ বছর চার বছরে পড়ল এই কুম্ভ স্নানযাত্রা। বুধবার সকাল থেকে এখানে ভূমি পূজো হয়।
হাতে আর বেশি সময় নেই তাই জোরকদমে চলছে প্রস্তুতি। এ বার মেলার নাম দেওয়া হয়েছে বঙ্গীয় কুম্ভস্নান মহোৎসব।