নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গড়বেতা :: শুক্রবার ১০,অক্টোবর :: মানুষের চাপে সামলাতে ব্যর্থ হল আজাদিয়া ক্লাবের তৈরি কৃত্রিম গ্যালারি, ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের নবকোলা ফুটবল মাঠে।
স্থানীয় স্তরে খবর কোন রকম অনুমতি ছাড়া এবং বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়াই তৈরি হয়েছিল গ্যালারি। তাই প্রচন্ড ভিড় সামলাতে না পেরে কৃত্রিম গ্যালারি ভেঙে পড়ে।জানা গেছে আনুমানিক ১২-১৫ হাজার জনসংখ্যা আন্দাজ করে সেই রকম নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করে ক্লাব কর্তৃপক্ষ। কিন্তু জনসংখ্যা ২৫-৩০ হাজার ছাড়িয়ে যায়। দ্বিগুণ জনসংখ্যার ভিড় নিয়ন্ত্রণ করা যায়নি।
হাজার হাজার মানুষ আছড়ে পড়ে খেলা দেখতে। আর এর জেরেই এই বিপত্তি বলে জানা গেছে। কিভাবে সঠিক অনুমতি ছাড়া খেলা চলছিল। বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া কিভাবে তৈরি হলো দর্শকদের বসার জন্য কৃত্রিম গ্যালারি। তার মজবুতি কেন দেখা হলো না। তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।