সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ২,আগস্ট :: ভেজাল শ্যাম্পু তৈরির গোপন কারখানায় শিলিগুড়ি থানার পুলিশের অভিযান । ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরনিগমের ৬ নম্বর ওয়ার্ডের ডাঙ্গিপাড়া সংলগ্ন খুরেশি মোল্লা এলাকায়।
অভিযান চালিয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নয়জনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম উসমান, চাঁদ বাবু, সাহেল খান, রোহিত, সাহা জান, বিকি খান, সাহিল ও টিটু, সামির। এরা প্রত্যেকেই উত্তর প্রদেশের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, এই চক্রের মূল পান্ডা আগ্রার বাসিন্দা জাহাঙ্গীর খান। আগেও তিনি পাটনায় একই ধরনের ভেজাল কারবার চালাত। পরে সেখান থেকে শিলিগুড়িতে এসে এই বেআইনি ব্যবসা শুরু করে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তরা কয়েকদিন আগে এই এলাকায় এসে একটি বাড়ি ভাড়া নিয়ে কারখানা গড়ে তোলে।
দিল্লি থেকে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের খালি বোতল, প্যাকেট এবং রঙিন লিকুইড এনে, ঘরের ভিতরেই সেই তরলে রঙ মিশিয়ে নামী কোম্পানির শ্যাম্পুর মতো প্যাকেট তৈরি করা হতো। এরপর তা বাজারে বিক্রির জন্য পাঠানো হত।
গোপন সূত্রে খবর পাওয়ার পর পুলিশ অভিযান চালায় কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল শ্যাম্পু, খালি বোতল, নামী ব্র্যান্ডের প্যাকেট এবং কেমিক্যাল উদ্ধার করেছে।
ধৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে বলে অনুমান।