নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বুধবার৩১,ডিসেম্বর :: ভেন্টিলেশন থেকে সদ্য ফিরেছেন। বুকে বসেছে পেসমেকার। তবু শুনানির লাইনে দাঁড়াতে হল ৭৬ বছরের বৃদ্ধাকে—এই ঘটনাকে অমানবিক বলে কটাক্ষ করল তৃণমূল কংগ্রেস।
দুর্গাপুরের ১৪ নম্বর ওয়ার্ডের বেনাচিতি সুভাষপল্লীর বাসিন্দা কলি ঘোষ দস্তিদার সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। পেসমেকার বসানোর পর বাড়ি ফেরার সঙ্গে সঙ্গেই শুনানিতে হাজিরার নোটিস পান তিনি। শারীরিক অসুস্থতা সত্ত্বেও মঙ্গলবার গাড়িতে করে শুনানি কেন্দ্রে যেতে বাধ্য হন।
কলি ঘোষ দস্তিদারের কথায়, “খুব কষ্ট করে আসতে হয়েছে।” তাঁর মেয়ে নিশা ঘোষ দস্তিদার জানান, মায়ের অবস্থা ভালো নয়। বাড়িতে শুনানি হলে অনেক সুবিধা হতো।
রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারের অভিযোগ, “বিজেপি মনোনীত নির্বাচন কমিশন অসুস্থ ও প্রবীণদের সমস্যায় ফেলছে। উদ্দেশ্য ভোটার কার্ড বাতিল করা।”
যদিও জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, “আমরাও চাই শারীরিকভাবে অক্ষম ও প্রবীণদের বাড়িতে গিয়ে শুনানি হোক। কেন ডাকা হচ্ছে, তা বুঝতে পারছি না।

