নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঘাটাল :: মঙ্গলবার ৫,আগস্ট :: বানভাসি ঘাটাল প্রান্তিক এলাকায় চারিদিকে জল প্লাবিত।
ঘাটাল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের কাউন্সিলর স্বর্গীয় কানাইলাল চৌধুরীর স্ত্রী মনসা চৌধুরী পরলোকে পাড়ি দেন । কথায় আছে মরেও শান্তি নেই, হ্যাঁ, এই বানভাসি ঘাটালে মরেও শান্তি নেই।মারা যাওয়ার পর তাকে দাহ করার জন্য বেশ কিছুটা পথ ভেলায় করে নিয়ে যাওয়া হল শ্মশানে। এই করুণ দৃশ্য বানভাসি ঘাটালে বর্তমানে যত্রতত্র দেখা যাচ্ছে। কারণ বন্যা প্রায় দেড় মাস এখানে ঘরজামাই হয়ে গেছে।
আজকের এই সভ্য সমাজে এ আমাদের কাছে লজ্জা, এ লজ্জা ঢাকব কোথায়? ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের তোড় জোড় চলছে, দেখা যাক আদৌ ঘাটাল মাস্টার প্ল্যান হবে না কি ললিপপ থাকবে, বলছেন সাধারণ মানুষজন।