নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারী :: শনিবার ২৩,মার্চ :: ভোটার তালিকায় একই ব্যাক্তির নাম পাশাপাশি দুটি জেলায়! নজরে আনলেন পূর্ব বর্ধমান জেলার মেমারী ১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি। হিরুলাল মণ্ডল নামে এক ব্যাক্তির নাম পূর্ব বর্ধমানের মেমারী বিধানসভার দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর ২৬৬ অংশে থাকার পাশাপাশি
পার্শ্ববর্তী জেলা হুগলির পান্ডুয়া বিধানসভার বাঁটিকা বৈঁচি গ্রাম পঞ্চায়েতের ৩৬ নম্বর অংশে রয়েছে এবং এই ব্যক্তির নামে দুটি ভোটার তালিকাতে আলাদা দুটি এপিক নাম্বার।
এদিন শনিবার মেমারি এক নম্বর ব্লকের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর এলাকায় ভোটার তালিকা যাচাই করার সময় বিষয়টি নজরে আনলেন মেমারী এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি।
এদিকে হিরুলাল মন্ডল জানান যে বিষয়টি জানার পরই তিনি পান্ডুয়া বিধানসভার বাঁটিকা বৈঁচি ভোটার তালিকা থেকে তার নাম বাতিল করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। কিন্তু কিভাবে ভিন জেলার ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হলো?
এই বিষয়ে তিনি জানান যে তিনি আলিপুরের ২৬৬ নম্বর অংশেরই বাসিন্দা, পারিবারিক সমস্যার কারণে তিনি বাঁটিকা বৈঁচিতে বসবাস করতেন, তাই সেই সময় হয়তো সেখানকার ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়ে গেছে, তিনি মেমারীর দেবীপুর স্টেশন দক্ষিণ বাজারে ব্যবসা করেন এবং তার জন্মস্থান এই দেবীপুরের আলিপুরে রয়েছে তার নামে বিষয় সম্পত্তি।
যাচাই করতে আলিপুর ২৬৬ নম্বর অংশের পদর পার এলাকায় উপস্থিত ছিলেন মেমারী এক ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিত্যানন্দ ব্যানার্জির পাশাপাশি, দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা দুর্গাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি নিতাই ঘোষ প্রমুখ ।