সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কানিং :: শনিবার ১০,জুন :: ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে পঞ্চায়েত ভোটের নির্ঘন্ট । আর দিনক্ষণ ঘোষণা হতেই দু-ব্যাগ তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে দক্ষিন ২৪ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভার অন্তর্গত জীবনতলা থানার ঘুটিয়ারিশরীফ সুভাষ পল্লী এলাকায়।
শনিবার ওই এলাকার বাসিন্দা নিরঞ্জন হাওলাদারের বাড়ির পিছনে একটি ফাঁকা জায়গা থেকে উদ্ধার হয় দু-ব্যাগ তাজা বোমা । পঞ্চায়েত ভোটের আগে এলাকায় অশান্তি ছড়ানোর জন্য এই বোমা মজুত করা হয়েছিল বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। এই ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদও করছে ঘুটিয়ারিশরীফ ফাঁড়ির পুলিশ।
যদিও এই আটক করার ঘটনায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা । জীবনতলা থানার ওসি সমর ঘোষ এলাকায় গেলে তাকে ঘিরে রীতিমতো ক্ষোভ উগরে দেন এলাকার মহিলারা । তারা প্রশ্ন তোলেন এক পাড়ায় বোমা উদ্ধার হয়েছে আর তাদের পাড়া থেকে কেন কালা বলে ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে ।