কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: ভোটের মুখে আবারো বিজেপিতে ভাঙ্গন। শতাধিক বিজেপি কর্মী জেলা সভাপতি ও যুব সভাপতির হাত ধরে তৃণমূলে যোগদান। সোমবার বিকেলে রথবাড়ি তৃণমূলের জেলা কার্যালয়ে ইংরেজবাজার পৌরসভা এবং পুরাতন মালদা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিজেপির শতাধিক কর্মী তৃণমূলের ঝাণ্ডা ধরে যোগদান করেন।
তাদের হাতে তৃণমূলের দলীয় ঝান্ডা তুলে দেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী । তৃণমূলে যোগদান করার পরেই বিজেপির বিরুদ্ধে মুখ খুললেন তৃণমূলে যোগদান করা কর্মীরা। এ বিষয়ে জেলা সভাপতি জানান, বিজেপি থেকে প্রায় শতাধিক কর্মীরা আজ তৃনমূলে যোগদান করলো, প্রত্যেকে পৌর নির্বাচনের প্রার্থীদের সমর্থনে তারা পথে নেমে তৃণমূলের হয়ে ভোট করবেন।