ভোট অশান্তিতে গ্রামে পুলিশ ঢুকতেই লাঠি ও বঁটি নিয়ে পুলিশের সামনে প্রতিরোধে মহিলারাদের ।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কুলপী :: রবিবার ৯,জুলাই :: -ভোট মিটে গেলেও অশান্তি যেন থামতে চাইছে না । শনিবারের পর রবিবার আবারো নতুন করে উত্তেজনা এলাকায়।ভোট অশান্তিতে গ্রামে পুলিশ ঢুকতেই লাঠি ও বঁটি নিয়ে পুলিশের সামনে প্রতিরোধে মহিলারাদের । ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার কুলপী বিধানসভার উদয়রামপুরের ৭৪ নম্বর বুথে।

এলাকার নির্দল কর্মী সমর্থকদের অভিযোগ , রবিবার এলাকার তৃণমূল প্রার্থী আবুল হোসেন গাজী দলবল নিয়ে নির্দল প্রার্থী চম্পা হালদারের উপর চড়াও হন। এরপরেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। ঘটনার খবর পেয়ে কুলপী থানার পুলিশ বিরোধীদের বেশ কয়েকজনকে আটক করে ।

এরপরই গ্রামের প্রমিলাবাহিনী মাঠে নামে একজোট হয়ে কোমর বেঁধে । লাঠি-ঝাঁটা-বঁটি নিয়ে গ্রামে পুলিশ ঢুকতেই প্রতিরোধ গড়ে তোলে । অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তৃণমূল ও নির্দল দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উদয়রামপুর এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে । তাদের উপর চড়াও হয়েছেন এলাকার মহিলারা।

ঘটনায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এই ঘটনার পর থেকে এলাকা থমথমে।ঘটনা স্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − four =