কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: ভোট গণনার পর উত্তেজনা ছড়ালো পুরাতন মালদা পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের স্টেশন রোড এলাকায়।দুই নম্বর ওয়ার্ডের পরাজিত তৃণমূল প্রার্থীর দাবি যে , ভোট গণনা শেষে বাড়িতে খাওয়া-দাওয়া করে এসে চায়ের দোকানে বসে চা খাওয়ার সময় হঠাৎ করে বিজেপির কিছু দলবল এসে তার উপর আক্রমণ করে ।এলোপাতাড়িভাবে মারধর করতে থাকে এমনকি তার গলার সোনার চেন কেড়ে নেওয়া হয় ।এই খবর চাউর হতে এলাকার তৃণমূল কর্মীরা ছুটে আসে এবং ওল্ড মালদা স্টেশন মোড়ে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে ।পরে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং পুলিশে আস্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। যদিও শেষ পর্যন্ত জানা যায় অভিযুক্ত দুই বিজেপি কর্মীকে আটক করা হয়েছে।
দুই নম্বর ওয়ার্ডের জয়ী বিজেপি প্রার্থী বাসন্তী রায় কে এই ঘটনা প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি সাফ জানিয়ে দেন এই ঘটনার সঙ্গে কোন ভাবে তারা বা বিজেপি দল জড়িত নয়,ঝামেলা গন্ডগোল হয়তো অন্য কারো সাথে হয়েছে , যেহেতু দুই নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী নেপাল হালদার হেরে গেছে তাদের পায়ের তলার মাটি নরম হয়ে গেছে তাই মিথ্যা অভিযোগ বিজেপির বিরুদ্ধে করছে।