নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: রবিবার ৭,ডিসেম্বর :: ভোট চোর গদি ছোড় এই দাবিতে আজ মাথাভাঙ্গায় যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কুশ পুত্তলিকা দাহ বিক্ষোভ দেখানো হয়।
আজ মাথাভাঙ্গা শহর ব্লক যুব তৃণমূল, মাথাভাঙ্গা ওয়ান বি যুব তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত নেতৃত্বের অভিযোগ এস আই আর এর নামে সাধারণ মানুষকে হেনস্থা করছে কেন্দ্রীয় সরকার এছাড়াও ধর্মের সুড়সুড়ি দিয়ে বিভেদের রাজনীতি করছে বিজেপি
আরো বিভিন্ন দাবিতে কেন্দ্র সরকারকে গদিচ্যুত করতে তাদের এই কর্মসূচি বলে জানা যায়। এদিনের এই কর্মসূচিতে যুব তৃণমূল কংগ্রেস ছাড়াও তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এদিনের এই কর্মসূচির নেতৃত্ব দেন কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি স্বপন বর্মন।

