নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঘাটাল :: রবিবার ১৬,জুলাই :: ভোট পরবর্তী সন্ত্রাসের জেরে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে ঘরছাড়া প্রায় পাঁচ শতাধিক বিজেপি কর্মী সমর্থক। যার মধ্যে রয়েছে একাধিক প্রার্থী সহ বেশকিছু মহিলা। তাদের মধ্যে প্রায় ২৫/৩০ জন প্রার্থী সহ বিজেপি কর্মী ঠাঁই নিয়েছে মেদিনীপুর জেলা বিজেপি কার্যালয়ে।
তাদের অভিযোগ, তাদের অপরাধ কেউ বিজেপি প্রার্থীর সমর্থনে মিছিল মিটিং করেছে, তো কেউ বা বিজেপি প্রার্থীর হয়ে পোলিং এজেন্ট বা কাউন্টিং এজেন্টের কাজ করেছে, যার ফলেই শাসকদল তৃণমূল নেতা কর্মীদের রক্তচক্ষুর সম্মুখীন হতে হয়েছে তাদের।
মারধর করা, পরিবারের লোকেদের শাসানো থেকে শুরু করে বিভিন্ন রকমের সন্ত্রাস শুরু হয়েছে গ্রামে। অভিযোগ পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েও কোন লাভ হয়নি। তাই প্রাণ বাঁচাতে ঘর ছেড়ে যে যেদিকে পেরেছে পালিয়েছে। অনেকে আছে যারা দূরদূরান্তে আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। আবার অনেক ঘরছাড়া বিজেপি কর্মীদের গোপনে ছোট ছোট শিবির করে আশ্রয়ের ব্যবস্থা করেছে দল।