নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ময়না :: মঙ্গলবার ১০,সেপ্টেম্বর :: এনআইএ আধিকারীকদের অভিযানে আতঙ্কে পূর্ব মেদিনীপুর জেলার ময়না বাকচা গ্রাম পঞ্চায়েতের গোড়ামহল গ্রাম। ভোট পরবর্তী হিংসায় ময়নায় বিজেপি’র বুথ সভাপতি খুনের ঘটনায় তদন্তে এলো এনআইএ প্রতিনিধি দল।
মঙ্গলবার সকালে ১৪ টি টিমে ভাগাভাগি হয় ২০০ জনের বেশি অফিসার গ্রামে উপস্থিত হন। পলাতক ৭ জনের বেশি তৃণমূলের নেতার বাড়িতে সিল করলো এনআইএ আধিকারিকেরা। পুনরায় ময়না গোড়ামহল গ্রামে এনআইএ আধিকারিকের আগমনকে ঘিরে উল্লেশিত বিজেপি নেতৃত্ব থেকে কর্মী সমর্থকেরা। প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন!
অভিযোগ, বিজেপি’র বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়া খুনের মামলায় অভিযোগ উঠে একাধিক তৃণমূল নেতার নাম। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। একাধিক বার নোটিশ করলে উত্তর দেয়নি বলে অভিযোগ। মঙ্গলবার ময়না বাকচা গ্রাম পঞ্চায়েতের গোড়ামহল গ্রামের তদন্তে আসে এনআইএ প্রতিনিধি দল।
১৪ টি টিমে ২০০ জন অফিসার ভাগাভাগি হয়ে পলাতক ১০ টি তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালান। যদিও ওই তৃণমূল নেতৃত্বদের কোথাও সন্ধান পাননি। এরপর পলাতক অভিযুক্তদের বাড়ি সিল করার সিদ্ধান্ত নেয় এনআইএ আধিকারিকেরা।
ময়না বাকচা গ্রাম পঞ্চায়েতের গোড়ামহল গ্রামে তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোরঞ্জন হাজরা, ব্লক তৃণমূলের সভাপতি অমিতাভ ভঞ্জ, নবকুমার খুটিয়া, সুজিত কর, সৌমিত্র মণ্ডল, বুদ্ধদেব মণ্ডল একাধিক তৃনমূল নেতৃত্বের বাড়িতে সিল করে।