সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সাগর :: মঙ্গলবার ৪,জুলাই :: ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ভোট ময়দানে নেমে পড়েছে সকল রাজনৈতিক দলের প্রার্থীরা। এলাকায় ঘুরে ঘুরে ভোট প্রচার করছে শাসক-বিরোধী দলের প্রার্থী-নেতা-কর্মীরা । এবার ভোট প্রচারে গিয়ে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়ল বিজেপির তিন প্রার্থী ।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সাগরের বামুনখালি ২৬ নম্বর বুথে। মঙ্গলবার সকালে ওই এলাকায় মথুরাপুর সাংগঠনিক জেলার কনভেনারের নেতৃত্বে বিজেপির তিন প্রার্থী রিয়া দাস বর , পঞ্চায়েত সমিতির প্রার্থী রঞ্জিত হাজরা ও জেলা পরিষদের প্রার্থী কাকলি প্রামানিক ভূঁইয়াকে সঙ্গে নিয়ে প্রচারে যান ।
সেই সময় স্থানীয় বাসিন্দারা তাদের গ্রামে ঢুকতে বাধা দেন । তারা অভিযোগ তোলেন ভোটের সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেতৃত্বরা ভোট পাখি হয়ে এলাকায় আসে। ভোট মিটে গেলে এলাকায় আর তাদের দেখা যায়না। দীর্ঘদিন ধরে এলাকায় বেহাল হয়ে পড়ে রয়েছে রাস্তা ।
বারবার প্রশাসনকে জানিয়েও কোনরকম লাভ হয়নি। রাস্তা মেরামতি না হলে কোন দলকেই ভোট দেওয়া হবেনা এমনটাই হুঁশিয়ারিও দেওয়ার পাশাপাশি ভোট বয়কটের দাবীও তোলেন তারা। বেশ কিছুক্ষণ প্রার্থীদেরকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় । যদিও সব শেষে বিজেপি প্রার্থীরা আশ্বাস দেন , যদি তারা ক্ষমতায় আসেন তাহলে ১৫ দিনের মধ্যে বেহাল রাস্তা কংক্রিটের করে দেওয়া হবে।