নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভুম :: শনিবার ২৭,এপ্রিল :: বীরভূম লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিদায়ী সংসদ শতাব্দী রায় আজ ভোট প্রচার করলেন নলহাটি পৌরসভা এলাকায়। নলহাটি ৫ নম্বর ওয়ার্ডের জলের সমস্যা নিয়ে একাধিক ব্যক্তিরা সরব হলেন।
তাদের বক্তব্য ভোট আমরা তৃণমূল কংগ্রেসকেই দেব কিন্তু যারা ভোট চাইতে আসবেন বাড়ি বাড়ি তাদের প্রত্যেককে এক গ্লাস করে জল খেতে হবে। এক মহিলা অভিযোগ করেন তারা যে পানীয় জল খান তা প্রচুর পরিমাণে নোংরা জল, বাধ্য হয়ে সেই জল খেতে হয় তাদের। এমনই অভিযোগ করেন এক মহিলা শতাব্দী রায় কে।
ওই ওয়ার্ডের আরও এক বাসিন্দা অভিযোগ করেন দীর্ঘদিন ধরে পানীয় জলের কানেকশনের কথা কিন্তু নতুন করে কানেকশন দেয়নি, এমনকি অভিযোগ অন্য কোন নেতা মন্ত্রীর সুপারিশে তাদের জল কালেকশন হয়ে যাচ্ছে।। শতাব্দী রায়কে জন সম্মুখে তাদের সমস্যার কথা জানালেন এবং তিনি আশ্বাস দেন তাদের এই সমস্যা খুব শীঘ্রই সমাধান হবে।