নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শনিবার ৮,জুন :: ভোটের ফলাফলের নিরিখে হাওড়া সদর কেন্দ্রে লক্ষাধিক ভোটে জয়ী হন প্রসূন বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রচার চলাকালীন দলের প্রার্থীর বিরুদ্ধে একাধিক ক্ষোভ ও বিক্ষোভের ঘটনা ঘটে। যদিও নির্বাচনের ফলাফলে সেই ক্ষোভ-বিক্ষোভকে পাশে রেখে গতবারের চেয়েও বেশি ভোটে জয়ী হন প্রসূন।
আর ফলাফলের চারদিন পর প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রকাশ্য ভিডিওতে নিজের ক্ষোভ উগরে দিলেন শিবপুর কেন্দ্রের বিধায়ক তথা ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। ভিডিওতে মনোজ সরাসরি প্রসূনের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, ‘ দলের কর্মীরা দিনরাত বছরের পর বছর মাসের পর মাস পরিশ্রম করে দলকে এগিয়ে নিয়ে চলে যাচ্ছেন, ২০১৯ সালে আমরা ৮হাজারের লিড বাড়িয়ে এই বছরে ১৪ হাজারের লিড হয়েছে।
আর দলের মধ্যে অনেকে পিছন থেকে বিজেপির হয়ে হুইস্পারিং ক্যাম্পেনিং করেছে, বিজেপিকে ভোট করতে বলে বলা হয়েছে, ছাতা গিফ্ট করেছে। বিভিন্ন রকমের চক্রান্ত করা হয়েছে, তারা চেয়েছিল প্রসূন বন্দ্যোপাধ্যায় যাতে না জয়ী হয়।
এই সব বিষয় নিয়ে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দীর্ঘ কথা হয়েছিল। যদিও চার তারিখ ফল ঘোষণার পর থেকে আজকের দিন পর্যন্ত আপনি ফোন বন্ধ রেখেছেন। তার পক্ষ থেকে কেউ আমায় ফোন করে বলেন ই বা আমাদের কর্মীদের কেউ ফোন করে বলা হয়নি ধন্যবাদ। কেউ অভিনন্দন জানিয়ে ফোন করে নি কেন আমি নিজেই জানি না।
যদিও আজকে দেখতে পাচ্ছি যারা আপনার বিরোধিতা করেছিল, যাঁরা আপনার ইলেকশনে কোনও কাজ করেনি। আজকে তারা ও আপনি একসঙ্গে গলা মিলিয়ে ছবি তোলাচ্ছেন। ফুলমালা দিচ্ছে। এই কাজটা কিন্তু ঠিক হল না৷