নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: শুক্রবার ২৬,এপ্রিল :: ভোট শুরু হওয়ার দু ঘণ্টার মধ্যে একাধিক অভিযোগ কমিশনে। এখনও পর্যন্ত প্রায় ২৪১টি অভিযোগ জমা পড়েছে। এন জি আর এসে এখনও পর্যন্ত অভিযোগ জমা পড়েছে ২০১টি। দার্জিলিং থেকে ২১ টি, রায়গঞ্জ থেকে ১০৩ টি, বালুরঘাট থেকে ৭৭টি।
এখনও পর্যন্ত সমাধান করা হয়েছে ৪৩টি।সি-ভিজিলএ মোট ২৩।দার্জিলিং থেকে ৬।রায়গঞ্জ থেকে ১১।বালুরঘাট থেকে ৬।সিএমএসএ মোট ১৭।দার্জিলিং থেকে ৬।রায়গঞ্জ থেকে ৪। বালুরঘাট থেকে ৭।এর মধ্যে বিজেপির থেকে ৬টি এবং তৃণমূলের থেকে একটি অভিযোগ জমা পড়েছে।