ভোরবেলা জাল তুলতে গিয়ে মৎসজীবির চক্ষু চড়ক গাছ,জালে পাঁচ থেকে ছয় হাত বিষধর কেউটে সাপ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হিঙ্গলগঞ্জ :: শুক্রবার ২৭,অক্টোবর :: উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জে একই দিনে দুই জায়গায় উত্তর মামুদপুর ও স্বরূপকাঠি এমএলএ স্কুল। মৎস্যজীবী কল্যান মেটা গৌর মন্ডল সকাল বেলা অটল তুলতে গিয়ে দেখতে পায় জালে ৫ থেকে ৬ হাত বিশাল আকারের বিষধর কেউটে সাপ।

আঠল তুলতে গিয়ে মৎস্যজীবীরা ভয় পেয়ে যায়,খবর দেয় গ্রামে, গ্রামের লোক এসে বাঁশের সহযোগিতায় আটলটি তুলে নিয়ে আসে এলাকায়।এই বিশাল আকারে সাপ দেখার জন্য এলাকার মানুষজন ভিড় জামায়।এলাকার মানুষজন সাপটি থেকে মারতে উদ্ধত হয়।

কিন্তু ততক্ষণে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির বসিরহাট শাখার সদস্য তথা কেন্দ্রীয় কমিটির সদস্য দীপক পাত্রের কাছে খবর চলে যায়।তখন তিনি বলেন আমরা মনে করি এই ধরনের প্রাণীদের হত্যা না করে প্রকৃতিতে ফিরিয়ে দেয়া উচিত।তিনি আরো বলেন গ্রামের মানুষদের বোঝানোর ফলে তারা ও বুঝতে পারেন যে এই সমস্ত প্রাণীদের প্রকৃতির কোলে ফিরিয়ে দেয়া উচিত ।

এ পর্যন্ত আমরা এই গ্রাম পার্শ্ববর্তী এলাকা থেকে আনুমানিক ১০ টি সাপ উদ্ধার করেছি ।আমাদের এই হিঙ্গলগঞ্জ এলাকাটি লেখা বিটের অন্তর্গত।এ ব্যাপারে এমন কোন সহযোগিতা দেখতে পাচ্ছি না । বনদপ্তরে ফোন করা হলে অনেক সময় ওরা নানারকম বাহানাও দেখাতে শুরু করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + two =