নিজস্ব সংবাদদাতা :: জলপাইগুড়ি :: সংবাদ প্রবাহ :: ভোররাত্রি এক আদিবাসী মহিলার বাড়িতে দেওয়ালের ইট সরিয়ে দুষ্কৃতির প্রবেশ,ঘটনায় চাঞ্চল্য। এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের উত্তর মাঝগ্রাম গ্রাম গ্রামে।
এই ঘটনা প্রসঙ্গে পিংকি মাহালী জানালেন তার স্বামী ভিন রাজ্যে কাজে গেছেন। তার দুই ছোট ছোট সন্তানকে রয়েছে। হঠাত করে তার আট বছরের মেয়ে কিছু একটা শব্দ পেয়ে জেগে যায়, তিনিও জেগে যান।
চোখ খুলে দেখতে পাই ঘরের লাইট বন্ধ কিন্তু ঘরের ফাঁক দিয়ে দেখি বাইরে আলো জ্বলছে তৎক্ষণাৎ টর্চ লাইট জ্বালালে দুইজন মানুষ পালিয়ে যায়।তিনি চিৎকার করলে পাশে বাড়ির লোকজন চলে আসেন।
তিনি জানান,তারা খুবই গরীব তাদের বাড়ি থেকে চুরি করে কিবা বা পাবে, দুষ্কৃতীদের হয়তো কোন অসৎ উদ্দেশ্য ছিল, এখন খুবই চিন্তার মধ্যে রয়েছেন, কি করে এই বাড়িতে থাকব ছোট ছোট দুই সন্তানকে নিয়ে।
তিনি স্থানীয় পঞ্চায়েত সদস্য মিন্টু রায়ের দ্বারস্থ হয়েছেন। এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য মিন্টু রায় প্রশাসনিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল ও সৃষ্টি হয়েছে।