নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দনগর :: শনিবার ১,ফেব্রুয়ারি :: ভোর বেলায় কুয়াশার মধ্যে একটি চার চাকা গাড়ি এক সাইকেল চালক বৃদ্ধকে পিষে দিয়ে চলে যায়।এরপর খবর যায় পুলিশের কাছে।পুলিশের তদন্তে কয়েক ঘন্টার মধ্যেই ধরা পড়ে যায় ঘাতক গাড়িও পাঁচজন।পরে পলাতক একজনকে পলাতক অভিযুক্তকে গ্রেফতার করে।
অভিযুক্তেরা হুগলি জেলার চন্দননগর পুলিশ কমিশনারেটের চন্দননগর থানার এলাকার জ্যোতির মোড়ের কাছে জেলেপাড়ার বাসিন্দা ।পুলিশের সূত্র মারফত খবর এরা সকলেই মদ্যপ অবস্থায় ছিলেন।এদের মধ্যে একজন মদ্যপ অবস্থাতে গাড়িটি চালাচ্ছিলেন।ঘাতক গাড়িটিকে চন্দননগর জেলেপাড়ায় লুকিয়ে রেখেছিল।যাতে পুলিশের নজরে না পড়ে।