নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: বৃহস্পতিবার ১০,অক্টোবর :: আনন্দ উৎসব এর মধ্যে একটি উল্লেখযোগ্য রীতি হল নবপত্রিকা স্নান বা প্রচলিত ভাষায় যাকে বলা হয় কলা বউ স্নান। সূর্য ওঠার আগেই, একটি কলাগাছ পবিত্র গঙ্গার জলে স্নান করিয়ে, তারপর এটিকে নববধূর মতো নতুন শাড়ি পরানো হয়।
এখানে নবপত্রিকার আক্ষরিক অর্থ নব অর্থাৎ ৯ পত্রিকা অর্থাৎ ন’টি পাতা। এই নবপত্রিকার মধ্যে দিয়ে দুর্গাপুজোর শুভ সূচনা হয়। এই বছর ২০২৪ সালে যেহেতু পূজোর সময় তিথি এগিয়ে এসেছে সেই কারণে ভোর রাত্রি থেকে বিভিন্ন গঙ্গার ঘাটে কলা বউ ও ঘট স্নান করানো চলেছে। কোথাও প্রচলিত নবপত্রীকাকে সুস্বাগত জানিয়ে দুর্গাপুজোর শুভ সূচনা হয়ে গেল আজ থেকে।