নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: মঙ্গলবার ১৯,ডিসেম্বর :: বড়সড় ডাকাতির ছক বানচাল করলো বসিরহাট থানার পুলিশ। রাতের অন্ধকারে পুলিশি টহলের সময়ে আগ্নেয়াস্ত্র সহ তিন কুখ্যাত দুষ্কৃতি গ্রেফতার। বসিরহাট থানার ভ্যাবলা রেল স্টেশনের ৩৮নং রেল গেটের ঘটনা। মঙ্গলবার ভোররাতে বসিরহাট থানার পুলিশ আধিকারিক সুরিন্দর সিং এর নেতৃত্বে একটি পুলিশের মোবাইল ভ্যান টহল দিচ্ছিল।
সেই সময় দেখা যায় ভ্যাবলা স্টেশন লাগোয়া এলাকায় কয়েকজন দুষ্কৃতী রাতের অন্ধকারে সমাজ বিরোধী কাজের জন্য প্রস্তুত হচ্ছিল। পুলিশকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল দুষ্কৃতীরা। পুলিশ তাদেরকে তাড়া করে তিনজনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি চারচাকা পিকআপ ভ্যান, গুলিভর্তি রিভলবার, ভোজালি, লোহার রড ও গ্যাস কাটার মেশিন সহ ডাকাতি করার একাধিক সরঞ্জাম।
দুষ্কৃতীরা হলো বাদুড়িয়ার মণিহার মন্ডল, বারাসাত কাজীপাড়ার বাসিন্দা নাসির উদ্দিন ও দক্ষিণ ২৪ পরগণার জীবনতলার বাসিন্দা জুলফিকার সরদার। ধৃত তিনজনকে মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। এদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, রাহাজানি ও সমাজবিরোধী কাজের একাধিক অভিযোগ রয়েছে পুলিশের খাতায়। ধৃত তিনজনকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে বসিরহাট থানার পুলিশ।