ভ্রমরকুল গ্রামে বিসর্জন কে কেন্দ্র করে অনুব্রত অনুগামী ও কাজলগোষ্ঠী অনুগামীদের সংঘর্ষ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সিউড়ি :: রবিবার ৫,অক্টোবর :: বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লকের অন্তর্গত দমদমা গ্রাম পঞ্চায়েতের ভ্রমরকুল গ্রামে বিসর্জন কে কেন্দ্র করে অনুব্রত অনুগামী ও কাজলগোষ্ঠী অনুগামীদের সংঘর্ষ।

কাজল গোষ্ঠীর লোকজনের বিরুদ্ধে অনুব্রত মণ্ডলের অনুগামী লোকজনদের মারধরের অভিযোগ। অনুব্রত অনুগামী বকুলের লোকজনকে মারধরের অভিযোগ নুরুল গোষ্ঠীর লোকজনের। কেন নুরুল গোষ্ঠীর সঙ্গে লোকজন থাকবে না , এটাই মূলত অভিযোগ করছেন তারা, এরপরেই তাদেরকে মারধর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 9 =