নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো বাঁকুড়ার পাত্রসায়ের থানার বিউর মল্লিকপাড়া এলাকায়। রবিবার ভোরের এই ঘটনায় ১০লক্ষ টাকার ফিক্সড ডিপোজিটের কাগজ, নগদ টাকা, বাড়ির আসবাবপত্র মিলিয়ে ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের তরফে দাবি করা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, এদিন ভোরে ঐ গ্রামের মইনুদ্দিন মল্লিক নামে এক ব্যক্তির বাড়িতে হঠাৎ ধোঁয়া দেখতে পাওয়া যায়। কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান শিখা গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে । তবে ঐ মুহূর্তে বাড়িতে কেউ না থাকায় হতাহতের কোন খবর নেই। এলাকার মানুষ নিজেদের মতো করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকলে। যদিও আগুন নিয়ন্ত্রণে আসার পর দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের অভিযোগ।
প্রাথমিকভাবে অনেকে মনে করছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ ও দমকলের ওরফে আলাদা আলাদাভাবে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানা গেছে।