ভয়াবহ আগুন লাগল নিউ দিঘার একটি হোটেলে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দীঘা :: ভয়াবহ আগুন লাগল নিউ দিঘার একটি হোটেলে। বৃহস্পতিবার বেলা প্রায় ১১টা নাগাদ হোটেলের দোতলায় আগুন লেগে যায়। সিঁড়ির লবি থেকে আগুন ও কালো ধোঁয়া বেরতে থাকে। তড়িঘড়ি হোটেল ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন কর্মীরা।

দোতলায় থাকা কয়েকজন পর্যটক প্রাণ বাঁচাতে রেলিং টপকে কোনওক্রমে নীচে পড়ে প্রাণ বাঁচান। তবে কি ভাবে এই অগ্নিকান্ড তা এখনও পরিষ্কার নয়।

ঘটনার খবর পেয়ে দিঘা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। সেই সঙ্গে রামনগর থেকে আসে দমকলের ২টি ইঞ্জিন। বেশ কিছু সময়ের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে চলে এসেছে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।

হোটেল কর্মীদের সূত্রে জানা গেছে, এদিন বেলার দিকে হঠাৎই সিঁড়ির লবি থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। প্রাথমিক ভাবে জানা গেছে, ওই হোটেলে ইলেকট্রিকের কাজকর্ম চলছিল।

তারা জানান জে শর্ট সার্কিটের কারণেই এই আগুন। সেই সময় ওই হোটেলে থাকা পর্যটকরা কোন রকমে ঝাঁপ দিয়ে, কেউ রেলিং টপকে নিচে নেমে আসেন । ঘটনাস্থলে রামনগর দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 13 =