মগরাহাটে দিন দুপুরেই খুন সিভিক ভলান্টিয়ার এবং তার এক বন্ধু – এলাকায় উত্তেজনা চরমে

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: মগরাহাট :: মগরাহাটে প্রকাশ্যে জোড়া খুন। সিভিক ভলেন্টিয়ার ও তার বন্ধুকে পাওনা টাকা দেবার নাম করে ডাকে দুষ্কৃতীরা । তারপর প্রথমে গুলি এরপরে মৃত্যু নিশ্চিত করতে এলোপাতাড়ি ধারালো অস্ত্রের কোপ।

জোড়া খুনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে গোটা এলাকা । শনিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের মাগুরপুকুরে ।

দুষ্কৃতীদের বাড়বাড়ন্তের প্রতিবাদে বিক্ষোভ শুরু করে আমজনতা । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী । স্থানীয় সূত্রে খবর এগারোটা নাগাদ অশান্তির সূত্রপাত। মাগুরপুকুর এলাকায় গরুর হাট বসে।

সেখানেই টাকাপয়সা লেনদেন নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি বাঁধে । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সিভিক ভলেন্টিয়ার। সেই সময় এক সিভিক ভলেন্টিয়ার এবং তার বন্ধুকে একটি দোকানে ঢুকিয়ে শাটার নামিয়ে দেয় দুষ্কৃতীরা ।

এরপর সেখানে প্রথমে গুলি করে পরে ধারালো অস্ত্র দিয়ে দু’জনকে কুপিয়ে খুন করে। এর জেরে অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা এলাকা । এই ঘটনায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা । এছাড়াও দুটি গাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ ।

মৃত সিভিক ভলান্টিয়ারের নাম বরুণ চক্রবর্তী (৩৫) । এবং অন্যজন মলয় মাকাল (৩১) । দুজনেই স্থানীয় মগরাহাট থানার মাগুর পুকুর পোল এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।

দুই যুবকের গুলিবিদ্ধ দেহ জানে আলম অ্যান্ড কোম্পানি নামে একটি সংস্থার ঘর থেকে উদ্ধার হয়। ওই সংস্থাটি গবাদি পশুর হাড় দিয়ে নানা জিনিসপত্র তৈরি করে বলে জানা গিয়েছে। অভিযোগ, জানে আলম অ্যান্ড কোম্পানি একটি চিটফান্ড সংস্থা । নিহতদের আত্মীয়দের অভিযোগ, বরুণ এবং মলয় ওই সংস্থায় টাকা রেখেছিল । বেশ কিছু দিন ধরে ওই টাকা ফেরতের দাবিও জানাচ্ছিল তারা ।

অভিযোগ, শনিবার সকালে বরুণ এবং মলয়কে টাকা ফেরত দেওয়ান নাম করে ডেকে গুলি করে এবং কুপিয়ে খুন করা হয় । বরুণ মগরাহাট থানায় সিভিক ভলান্টিয়ার হিসাবে কাজ করত ।

দু’জনের দেহ উদ্ধারের পর ওই কারখানাতেও অবশ্য কাউকে দেখতে পাওয়া যায়নি । এই মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি।

এলাকার বাসিন্দারা উত্তেজিত হয়ে রাস্তার উপর থাকা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন দের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। এসডিপিও বলেন, ‘‘পরিস্থিতি আপাতত স্বাভাবিক আছে।

মূল অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। দ্রুত গ্রেফতার করা হবে।’’ পুলিশ নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =