সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: মগরাহাট :: বৃহস্পতিবার ৩০,জানুয়ারি :: রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশের পর। জেলার বিভিন্ন প্রান্ত থেকে অস্ত্র উদ্ধার করছে রাজ্য পুলিশ। গতকাল বাসন্তীর পর এবার দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট। মগরাহাট এলাকা থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করল মগরাহাট থানার পুলিশ।
এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে মগরাহাট থানার পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম আব্দুল্লাহ লস্কর (৫৫) অভিযুক্ত ব্যক্তির বাড়ি কালাপাহাড় চক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৫ জানুয়ারি গোপন সূত্রে খবর পেয়ে মগরাহাট থানার পুলিশ আধিকারিক পীযূষ কান্তি মন্ডল ও ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মগরাহাট দু নম্বর ব্লকের কালাপাহাড় চক এলাকা ঘিরে ফেলে এবং এক ব্যক্তিকে গ্রেফতার করে।
অভিযুক্ত ব্যক্তিকে ডায়মন্ডহারবার মহকুমার আদালতে পেশ করে মগরাহাট থানার পুলিশ । অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে বিপুল পরিমাণে অস্ত্রের সন্ধান পায় মগরাহাট থানার পুলিশ। অভিযুক্তের দেওয়া তথ্য অনুযায়ী মগরাহাট থানার পুলিশ একটি পাইপ গান পাঁচটি দেশি পিস্তল এবং ৪১ রাউন্ড গুলি উদ্ধার করে।
এই বিষয়ে ডায়মন্ডহারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানান , অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে বিপুল পরিমাণের অস্ত্রের হদিস পাই আমরা । অভিযুক্ত কে ইতিমধ্যেই আমরা গ্রেফতার করেছি। অভিযুক্ত ওই ব্যক্তি অস্ত্র কারবারি বলে জানা গিয়েছে।
অভিযুক্ত ঐ ব্যক্তি জয়নগর থেকে অস্ত্র আনছিল এলাকায় সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে মগরাহাট থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে এবং অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে বিপুল পরিমাণের অস্ত্রের হদিস পায়। অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও বেআইনি অস্ত্র রাখার অভিযোগে মামলা দায়ের হয়েছিল এবং অভিযুক্ত ওই ব্যক্তি দাগী আসামি হিসাবে পরিচিত।