নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: পূর্ব বর্ধমান জেলা পরিষদের বন ও ভূমি কর্মধক্ষ শ্যামাপ্রসন্ন লোহার কে দেখা গেল রবিবার গ্রামবাসীদের সঙ্গে পায়ে হেঁটে কাটোয়ার গঙ্গা থেকে দীর্ঘ ৩০ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে গ্রাম্য দেবতাকে সন্তুষ্ট করতে জল ঢাললেন বাবার মাথায়।
গ্রাম্য দেবতার নাম বাবা পালিশ ক্ষেত্র। ২১বছর ধরে এই জল ঢালার কর্মসূচি হয়ে আসছে গ্রামে মহা ধুমধামে। গত দু’বছর করোনার জন্য বন্ধ ছিল। এবছর পুনরায় আবার শুরু করল গ্রামবাসীরা। প্রাকৃতিক বিপর্যয় কে উপেক্ষা করেই গ্রামবাসীরা যাই প্রায় ৬০ জন কাটোয়া থেকে জল আনতে।
বন ও ভূমি কর্মদক্ষ শ্যামা প্রসন্ন লোহার জানান যে,গ্রামের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকি। আজকের এই অনুষ্ঠান ও অংশগ্রহণ করেছি নিজেকে ধন্য বলে মনে করছি। গোটা পৃথিবীর মানুষ যাতে সুস্থ থাকুক এই কামনা করছি বাবার কাছে