নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ১৯,এপ্রিল :: মঙ্গলকোটের বনপাড়া গ্রামে তৃণমূল সিপিএমের সংঘর্ষে উত্তপ্ত। ঘটনায় আহত ২ তৃণমূল কর্মী,শুক্রবার তৃণমূল অভিযোগ করেন পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানায়।
পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের বনপাড়ায় পতাকা লাগানো কে কেন্দ্র করে তৃনমূল বুথ সভাপতি ও তৃণমূল কংগ্রেসের এক সক্রিয় কর্মী কে মারধরের অভিযোগ অভিযুক্ত সিপিএমের বিরুদ্ধে।
আহত বুথ সভাপতি শেখ উজ্জ্বল ও তৃণমূলের সক্রিয় কর্মী জীবন মাঝি। আহতদের প্রথম আনা হয় মঙ্গলকোট ব্লক হসপিটালে পরে তাদের অবস্থার অবনতি ঘটলে তাদেরকে পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজে। তবে তৃণমূলের বক্তব্য, এলাকায় ভোটের আগে মঙ্গলকোটকে সিপিএম উত্তপ্ত করতে চাইছে।
এতে কোন লাভ হবে না, প্রশাসন সক্রিয় আছে।অন্য দিকে সিপিএমের সাফাই মিথ্যা অভিযোগ।
জানা গেছে আজ অর্থাৎ শুক্রবার সকালে দলীয় পতাকা লাগাছিল সিপিএম।অভিযোগ সেই সময় তৃণমূলের বুথ সভাপতি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দুপক্ষের মধ্যে বচসা তৈরী হয়।এর পরেই মারপিটের ঘটনা ঘটে।