মঙ্গলকোট থানার পুলিশের বড়োসড়ো সফলতা চব্বিশ কেজি গাঁজা, দুটি আর্মস , একটি পাইপগান ও তের রাউন্ড গুলিসহ গ্রেপ্তার তিন জন ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মঙ্গলকোট :: পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের লোচন দাস সেতুতে নাকা চেকিং এর সময়, ২৪ কেজি গাজা দুটি পিস্তল একটি পাইপগান ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করল মঙ্গলকোট থানার পুলিশ।

বৃহস্পতিবার তাদের পাঠানো হলো কাটোয়া মহকুমা আদালতে। এদের দুজনের বাড়ি বিহার একজনের বাড়ি মঙ্গলকোটের কোটাল ঘোষ গ্রামে।

গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলকোট থানার পুলিশ গতকাল রাত্রে মঙ্গলকোটের লোচন দাস সেতুতে নাকা চেকিং শুরু করে। এরপর একটি গাড়ি থেকে ২৪ কেজি গাঁজা দুটি পিস্তল ও তিন রাউন্ড গুলি ও তিনজনকে গ্রেপ্তার করে মঙ্গলকোট থানার পুলিশ।

এদের নাম, পিন্টু কুমার ও টুনটুন কুমার । এই দুজনের বাড়ি বিহারের দানাপুর। আরেকজনের নাম রাজেশ শেখ। রাজেশের বাড়ি মঙ্গলকোটের কোটাল ঘোষ গ্রামে।পুলিশ মহাকুমা আদালতে ৭ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেছে।

এখন তদন্ত করে দেখবে এত পরিমাণ গাঁজা এবং এই অস্ত্রগুলো নিয়ে তারা কি উদ্দেশ্যে কোথায় যাচ্ছিল। এদের সঙ্গে আর কার যোগাযোগ রয়েছে , মূলত সেটিং খতিয়ে দেখার জন্য ৭ দিনের পুলিশ রিমান্ডে মঙ্গলকোট থানার পুলিশ।

যেহেতু গাঁজা উদ্ধার হয়েছে সেই কারণে দুটি পৃথক মামলা হয়েছে একটি নারকটিক ও অপরটি অস্ত্র আইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 2 =