নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ১৬,নভেম্বর :: ১৩/১১- ২০১৪৪ তারিখে মঙ্গলকোটের রঘুনাথপুরে মোটরসাইকেলের টুলবক্স থেকে চুরি হয়ে যায় ৫ লক্ষ ৬৫ হাজার টাকা। ওই ব্যক্তির বাড়ি আউসগ্রাম ব্লকের উক্তা গ্রামে, নাম আব্দুল আলিম শেখের। তিনি গুসকরা ব্যাংক থেকে ছয় লক্ষ টাকা তুলেছিলেন।
এরপর তিনি মঙ্গলকোটের রঘুনাথপুর এলাকায় এক ব্যক্তিকে ৩৫ হাজার টাকা দেবে বলে দাঁড়িয়ে ছিলেন টাকা দিয়ে সে তিনি দেখেন তার টুলবক্সে আর টাকা নেই তিনি তৎক্ষণাৎ মঙ্গলকোট থানায় অভিযোগ করেন। পুলিশ তদন্ত নেমে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে।
এরপর সেই ছবি পরীক্ষা করে তারাপীঠ এলাকা থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।তাদের নাম মনোজ দাস ও বিকাশ দাস । তাদের বাড়ি হুগলির পান্ডুয়া এলাকায়। তাদের কাছ থেকে পুলিশ চার লক্ষ টাকা, তিনটি মোবাইল ফোন,তিনটি জাল নাম্বার প্লেট এবং একটি ইয়াম্মা এফ জেড মোটরসাইকেল উদ্ধার করে।