নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার দুপুরে পুরাতন মালদা মৌলপুর গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ অফিসে তালা মেরে বিক্ষোভে সামিল আশা কর্মীরা। ছিলেন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমৎআরা খাতুন সহ শতাধিক আশা কর্মীরা।
এবিষয়ে রাজ্য সম্পাদিকা জানান, আবাস যোজনার সমীক্ষার কাজে আশা কর্মীরা করবে না বলে এ বিষয়ে স্বাস্থ্য ভবনকে আগেই জানিয়েছেন। তবে দেখা যাচ্ছে পুরাতন মালদা ব্লকের বিএমওএইচ জয়দীপ মজুমদার ব্লকের আশা কর্মীদের আবাস যোজনা সমীক্ষার কাজে জোরপূর্বক চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ।
কিন্তু এতে ব্লকের মোট ১২ জন আশা কর্মী এই সমীক্ষার কাজে যেতে না চাইলে তাদেরকে পরপর দুইবার শোকজ করা হয়। এরই প্রতিবাদে মঙ্গলবার দুপুরে মৌলপুর গ্রামীণ হাসপাতালে বিক্ষোভ কর্মসূচি আশা কর্মীদের। বিএমওএইচ ঘরের সামনে তালা লাগিয়ে বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মালদা থানার পুলিশ। যদিও বিএমওএইচ জয়দীপ মজুমদারের দেখা মেলেনি এবং কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।