নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: মঙ্গলবার ২৭,জানুয়ারি :: মঙ্গলবার সারা দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ‘ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন’ (UFBU)।
এই ধর্মঘটের জেরে ব্যাঙ্কিং পরিষেবায় ব্যাপক ব্যাঘাত ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নগদ লেনদেন, চেক ক্লিয়ারেন্স-সহ একাধিক পরিষেবা প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ব্যাঙ্ক কর্মীদের মূল দাবি সপ্তাহে পাঁচ দিন কাজের দিন চালু করা। পাশাপাশি কর্মী স্বার্থ সংক্রান্ত একাধিক দাবিও তুলে ধরেছে ইউনিয়নগুলি। মঙ্গলবার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তে ব্যাঙ্কের সামনে ধর্না ও বিক্ষোভে শামিল হন কর্মীরা। বহু শাখায় তালা ঝুলতে দেখা যায়।
এই ধর্মঘটের ফলে সাধারণ গ্রাহক থেকে শুরু করে ব্যবসায়িক লেনদেনেও প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও বেসরকারি ব্যাঙ্ক ও কিছু জরুরি পরিষেবা চালু থাকতে পারে বলে জানা গিয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

