নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: নতুন করে কোভিড আক্রান্তের সন্ধান মেলার পর পরিস্থিতি মোকাবিলায় তৎপর হলো স্বাস্থ্য দপ্তর। মঙ্গলবার বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ‘মক ড্রিল’ অনুষ্ঠিত হলো। এদিন ঐ কর্মসূচীর নেতৃত্বে ছিলেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ পঞ্চানন কুণ্ডু।
অধ্যক্ষ ডাঃ পঞ্চানন কুণ্ডু এদিন বলেন, কোভিড আক্রান্তের সন্ধান মেলার পর সরকারী নির্দেশে পরিস্থিতি মোকাবিলায় আগাম ব্যবস্থা গ্রহণের কাজ শুরু হয়েছে। বিশেষ বৈঠকের পাশাপাশি ‘মক ড্রিলে’র মাধ্যমে কোভিড বেড, মাক্স, স্যানিটাইজার, অক্সিজেন ব্যবস্থা সহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা খতিয়ে দেখা হলো।
একই সঙ্গে জেলায় কোন করোনা আক্রান্তের খবর নেই জানিয়ে তিনি বলেন, ২৭ টি সিসিইউ বেড, ১৪ টি জেনারেল বেড প্রস্তুত রয়েছে। আবারো প্রয়োজনে ৮০ টি বেড প্রস্তুত করার পরিকাঠামো আছে। একই সঙ্গে পর্যাপ্ত অক্সিজেন ও ওষুধ মজুত রয়েছে বলে তিনি জানান।