সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ২৪,জুন :: মঙ্গলবার দুপুরে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের বিরোধী দলনেতা অমিত জৈন ভেনাস মোড়ের হনুমান মন্দির পরিদর্শনে আসেন।
প্রসঙ্গত কিছুদিন আগে। ভেনাস মোড়ের হনুমান মন্দিরে একটি বিশালাকার গাছ ভেঙে পড়ে।। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় মন্দিরটি। মন্দিরটি আবার পুনঃনির্মাণ হবে। এদিন তিনি এলাকা পরিদর্শন করেন।