নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বুধবার ১,মে :: মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিলেন বিজেপির হাওড়া সদর কেন্দ্রের প্রার্থী রথীন চক্রবর্তী। এদিন সকাল এগারোটা নাগাদ ডুমুরজলা স্টেডিয়ামের কাছ থেকে দলীয় কর্মীদের নিয়ে বর্ণাঢ্য মিছিল করে তিনি জেলাশাসকের অফিসে এসে পৌঁছান। এরপর তিনি মনোনয়নপত্র জমা দেন।
রথীন চক্রবর্তী এর আগে তৃণমূল পরিচালিত হাওড়া পুরসভার মেয়র ছিলেন। ২০২১ সালের বিধানসভা ভোটের আগে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। শিবপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির টিকিটে দাঁড়ালেও তিনি তৃণমূলের কাছে পরাজিত হন। তবে আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার পর জেতার ব্যাপারে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী।
এদিন তিনি বলেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে গোটা দেশজুড়ে উন্নয়ন চলছে। চার জুনের পর পশ্চিমবাংলাও উন্নয়নে সামিল হবে। হাওড়া থেকে যেমন গঙ্গার তলা দিয়ে মেট্রো চালু হয়েছে ঠিক একইভাবে বালিখাল থেকে ধুলোগড় পর্যন্ত মেট্রো ছাড়াও আরো অনেক উন্নয়নমূলক প্রকল্প নেওয়া হবে। এদিন তিনি দাবি করেন তৃণমূল কংগ্রেস জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তারা ভোটের জন্য মানুষকে হুমকি দিচ্ছে ভয় দেখাচ্ছে। এতে কোন লাভ হবে না।