নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: মঙ্গলবার ২৭,জুন :: সমস্ত বিপদ থেকে যিনি উদ্ধার করেন তিনিই বিপত্তারিনী। মঙ্গলবার সকাল থেকে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সকল মন্দিরে বিপত্তারিনী ব্রত উপলক্ষ্যে সাজো সাজো রব। সকাল থেকেই সমস্ত মন্দির গুলিতে ভক্তদের ব্যাপক ভীড় লক্ষ্য করা গেছে।
বিপত্তারিনী ব্রত নিয়ে নানান লোককথা যেমন প্রচলিত আছে তেমনি পুরাণেও এর উল্লেখ পাওয়া যায় । পুরাণ মতে শুম্ভ ও নিশুম্ভ নামক দুই অসুরের হাতে দেবতারা পরাজিত হয়ে হিমালয় পর্বতে গিয়ে দেবী মহামায়ার স্তব করতে শুরু করেন। ঠিক সেই সময় দেবী ভগবতী পার্বতী ওখান দিয়ে যাচ্ছিলেন। দেবী তখন দেবতাদের জিজ্ঞাসা করেন, ‘আপনারা এখানে কার স্তব করছেন ?’
সেই সময় ভগবতী পার্বতীর শরীর থেকে তাঁর মতন দেখতে আর এক জন দেবী আবির্ভূত হলেন । সেই নব আবির্ভূতা দেবী জানালেন – ‘এঁরা আমারাই স্তব করছেন ।পরে নব আবির্ভূতা এই দেবীই যুদ্ধে শুম্ভ ও নিশুম্ভ নামক অসুরের বধ করেছিলেন । বিপদ থেকে রক্ষা করেছিলেন দেবতাদের। তাই তো তিনি বিপত্তারিনী।