নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ময়ূরেশ্বর :: মঙ্গলবার ১০,ডিসেম্বর :: সকাল হতেই দেখা গেল প্রকৃতির মুখ ভার, আকাশে দেখা গেল ঘন কুয়াশার ছায়া। চারিদিক ঘন কুয়াশার সাথে ভরা। বেলা বাড়ার সাথে সাথে বেড়ে চলেছে কুয়াশার ঘনত্ব। মঙ্গলবার সকাল ন’টা নাগাদ ময়ূরেশ্বর এলাকায় দেখা গেল রাস্তাঘাট ঘিরে রেখেছে ঘন কুয়াশায়।
যার ফলে যানবাহন থেকে শুরু করে পথ চলতি মানুষদের অসুবিধার মুখে পড়তে হচ্ছে, পাশাপাশি এই ঘন কুয়াশায় এবং প্রকৃতির মুখ ভারের ফলে কিছুটা হলেও শীত পড়েছে গোটা বীরভূম জুড়ে। সকালে নেই কোন সূর্যের দেখা যার ফলে সমগ্র ময়ূরেশ্বর এলাকা ঘিরে রেখেছে ঘন কুয়াশায়।
তবে এই ঘন কুয়াশার ফলে ভোগান্তির শিকার হতে হচ্ছে পথ চলতি মানুষ থেকে শুরু করে সমগ্র যানবাহন চালকদের। ধীরগতিতে গাড়ি যাতায়াত হচ্ছে সাঁইথিয়া কাঁদি রাজ্য সড়ক হয়ে। মঙ্গলবার সকালে এমনই চিত্র ধরা পড়ল কোটাসুর বাজার সংলগ্ন এলাকায়।