নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: আজ দ্বিতীয়তেও একগুচ্ছ পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহালয়ার পর পরই বিভিন্ন জেলাগুলির কাছে নির্দেশিকা পাঠানো হয় প্রত্যেকটি জেলা থেকে অন্তত ৩০টি করে পুজোর তালিকা পাঠানো হয়। সেইমতো তালিকায় এসে পৌঁছায় নবান্নে। নবান্ন সূত্রে খবর প্রায় ৬০০এর কাছাকাছি পুজো তালিকা এসে পৌঁছেছে।
যার মধ্যে মঙ্গলবার অর্থাৎ আজ সন্ধ্যা বেলায় ৪০০ টির বেশি পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তারই মধ্যে একটি হলো মালদার জেলার পুকুরিয়া থানার পীরগঞ্জ অঞ্চলের বারোয়ারী দূর্গা পূজা কমিটির পূজা মন্ডপ।
রতুয়া 2 নং ব্লকের তৃনমূল কংগ্রেসের সভাপতি রফিকুল হক জানান রতুয়া ২ নম্বর দুটি পুজো মন্ডপের উদ্বোধন করেন । এর আগে এরকম কোন ভার্চুয়াল পুজো উদ্বোধন হয়নি,।মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ছিল,।স্থানীয় প্রশাসন থেকে শুরু করে তৃণমূল নেতৃত্ব এখানে উপস্থিত ছিলেন।মমতা ব্যানার্জির এই ভাবে ভার্চুয়াল পুজোর উদ্বোধন এক অভাবনীয় পদক্ষেপ বলে তিনি জানান।