মঙ্গলবার হবিবপুর ব্লক তৃণমূল নেতৃত্ব বিডিও অফিসে গিয়ে এস আই আর হিয়ারিং কেন্দ্র পরিদর্শন করেন।

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ২১,জানুয়ারি :: এসআইআর হিয়ারিং প্রক্রিয়া নিয়ে কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার হবিবপুর ব্লক তৃণমূল নেতৃত্ব বিডিও অফিসে গিয়ে এস আই আর হিয়ারিং কেন্দ্র পরিদর্শন করেন।

হিয়ারিং কেন্দ্র ঘুরে দেখে তাঁরা সেখানে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং পুরো প্রক্রিয়া সম্পর্কে খোঁজখবর নেন। মানুষের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের দাবি জানান তাঁরা।

এদিন উপস্থিত ছিলেন- তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হেমন্ত শর্মা, হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন সরকার সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বারা।

এই প্রসঙ্গে জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হেমন্ত শর্মা স্পষ্ট ভাষায় বলেন, “এসআইআর হিয়ারিংয়ের নামে সাধারণ মানুষকে অহেতুক হয়রানি করা চলবে না।

কমিশনকে স্বচ্ছ ও মানবিকভাবে এই প্রক্রিয়া চালাতে হবে।” তাঁর দাবি, বহু ক্ষেত্রেই সাধারণ মানুষকে বারবার ডেকে পাঠানো হচ্ছে, প্রয়োজনীয় নথি থাকা সত্ত্বেও অকারণে ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ

ব্লক তৃণমূল নেতারা এদিন হিয়ারিং কেন্দ্রে উপস্থিত আধিকারিকদের সঙ্গে কথাও বলেন। তাঁরা অনুরোধ করেন, যেন সাধারণ মানুষকে সম্মান ও সহানুভূতির সঙ্গে হিয়ারিং করা হয় এবং দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে হিয়ারিং প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পাশাপাশি, অযথা কাউকে হয়রানি না করে স্পষ্ট নির্দেশিকা মেনে কাজ করার আহ্বান জানান।

স্থানীয় বাসিন্দারা জানান, রাজনৈতিক প্রতিনিধিরা সরেজমিনে এসে পরিস্থিতি খতিয়ে দেখায় তাঁরা কিছুটা আশ্বস্ত হয়েছেন। তাঁদের আশা, এর ফলে এস আই আর হিয়ারিং সংক্রান্ত সমস্যাগুলির দ্রুত সমাধান হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − eleven =