নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কল্যানী :: মজুরি বৃদ্ধি সহ একাধিক দাবিতে কল্যানী পৌরসভার অস্থায়ী কর্মী দের বিক্ষোভ , ব্যাহত পরিষেবা। সকাল থেকেই পৌরসভার মূল ফটকের সামনে অস্থায়ী কর্মীরা বিক্ষোভ করছেন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে।
যার মধ্যে মূলত প্রধান মজুরি বৃদ্ধি এছাড়াও যে সমস্ত অস্থায়ী কর্মীরা দীর্ঘ ১০ থেকে ২৫ বছর ধরে কাজ করছেন তাদের স্থায়ীকরণ ।
এছাড়াও পি এফ এর টাকা কাটা হলেও কর্মীদের একাউন্টে ঢুকছে না বলে অভিযোগ, এর আগেও তারা আন্দোলন করেছেন পৌর কর্তৃপক্ষ তাদের আশ্বাস দিয়েছিলেন কিন্তু কোন সূরহা হয়নি তাই আবার বিক্ষোভ করছেন তারা। তাদের এই দাবিগুলো পৌর কর্তৃপক্ষ না মানলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন।