মঞ্চে মুখ্যমন্ত্রী আসতেই সন্দেশখালির মা বোনরা উলু ও শংখধ্বনি দিয়ে স্বাগত জানালেন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সন্দেশখালি :: সোমবার ৩০,ডিসেম্বর :: সন্দেশখালি কান্ড টাকা দিয়ে করানো হয়েছিল সত্য বেরিয়ে পড়েছে আপনারা জেনে গেছেন। নাম না করে বিজেপিকে কটাক্ষ। পাশাপাশি সিপিএমকে একহাত নিলেন ইদানিং কিছু লোক বেরিয়ে পড়েছে যারা পাষণ্ড ।

আপনারা আমাদের পাশে থাকুন বিভিন্ন সামাজিক প্রকল্পের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে এসে উত্তর ২৪ পরগনার সন্দেশখালীর কর্ণখালী মিশন মাঠে এমনই বার্তা দিলেন সন্দেশখালীর জন্য মোট কোটি তার মধ্যে ১১৪,কোটি বরাদ্দ হয়েছিল রাস্তা পানীয় জল হাসপাতাল বিভিন্ন সামাজিক প্রকল্পের ১১৩ কোটি কাজে শুভ উদ্বোধন করলেন বাকি প্রায় ১১ কোটি যেখানে রয়েছে বেড়মজুর গ্রাম পঞ্চায়েতের ঝুপখালীতে একটি কংক্রিটের সেতুর শিলান্যাস করলেন করলেন পাশাপাশি সন্দেশখালি গ্রামীণ হাসপাতালে বেড ছিল ৩০হয়ে গেল ৬০।

২০২৪ সালের জানুয়ারি মাসের প্রথম দিকে সন্দেশখালি কাণ্ডবিরোধীরা শাসক দলকে সাঁড়াশি আক্রমণে ফেলেছিল সেই আবহে লোকসভা নির্বাচন হয়েছিল যেখানে বসিরহাটের তৃণমূলের প্রার্থী শেখ হাজী নুরুল ইসলাম ৩ লক্ষ ৩৩ হাজার ৫৪৭ ভোটে জিতেছে মানুষ আমাদের উপর ভরসা রেখেছে।

এখানে অর্থ দিয়ে অনেক কিছু করা হয়েছিল সেটা আপনারা জানতে পেরেছেন সত্য কোনদিন চাপা থাকে না দুষ্টু লোকেরা ডাকলে যখন-তখন যাবেন না যেটা রাজ্য দেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন রাজনৈতিক মহল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 8 =