মতুয়াদের নাগরিকত্বের প্রলোভন দেখিয়ে ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ মঃ সেলিমের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: সোমবার ১৫,ডিসেম্বর :: দুর্গাপুরে নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ মোঃ সেলিমের।এসআইআর আবহে নদীয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রীর জনসভার আগেই নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় আক্রমণ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মোঃ সেলিম।

তিনি অভিযোগ করেন, মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। ‘কাজ বাঁচাও, শিল্প বাঁচাও, বাংলা বাঁচাও’—এই বার্তাকে সামনে রেখে জেলা জুড়ে বামেদের জাঠা চলছে।দুর্গাপুরের ইস্পাত নগরীতে এক জনসভায় যোগ দিয়ে মোঃ সেলিম বলেন, “তাহেরপুরে আসার আগে প্রধানমন্ত্রীর ওড়িশায় যাওয়া উচিত ছিল। সেখানে হিন্দু উদ্বাস্তুদের বাড়িঘর পোড়ানো হচ্ছে।” তিনি আরও বলেন, “তাহেরপুরে আসছেন কারণ সেখানের পুরসভা সিপিএমের দখলে। লাল হাটানোর চেষ্টা করতেই এই সফর।

বিজেপি এখন ক্ষতির খাতায়। বিহারে ভোটে জেতার পর বুলডোজার রাজনীতি চলছে—বাড়িঘর ভাঙা ও জ্বালিয়ে দেওয়া হচ্ছে।” কলকাতার যুবভারতীতে মেসির আগমন ঘিরে সাম্প্রতিক বিশৃঙ্খলা প্রসঙ্গে সেলিম বলেন, “বাম আমলে মারাদোনা এসেছিলেন, তখন কোনো ঘটনা ঘটেনি। এখন নানা ঘটনা ঘটছে—শুধু শতদ্রু নয়, আরও অনেকে জড়িত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =