সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: রবিবার ১০,নভেম্বর :: মথুরাপুর বিজেপির সাংগঠনিক জেলার সোশ্যাল মিডিয়া কনভেনার খুনের নয়া মোড়। অবৈধ সম্পর্কের জেরে খুন বলে দাবি পুলিশের। ডায়মন্ড হারবার পুলিশ জেলার তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। ইতিমধ্যেই এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে উস্তি থানার পুলিশ।
সম্প্রতি , শুক্রবার গভীর রাতে উস্তি থানার অন্তর্গত দ্বীপের মোড় এলাকায় বিজেপির তালা বন্ধ পার্টি অফিস থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় মথুরাপুর বিজেপির সাংগঠনিক জেলার সোশ্যাল মিডিয়ার কনভেনার পৃথ্বীরাজ নস্করের। পরিবারের দাবি ছিল রাজনৈতিক কারণেই পরিকল্পিতভাবে খুন করা হয়েছে পৃথ্বীরাজকে।
এই খুনের ঘটনায় তদন্তে নামে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ। পুলিশি তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। রাজনৈতিক কারণে পৃথ্বীরাজ কে খুন করা হয়নি বরং অবৈধ সম্পর্কের জেরে এই খুন বলে দাবি ডায়মন্ড হারবার পুলিশ জেলার জেলা পুলিশের।
শনিবার রাতে ডায়মন্ডহারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, শুক্রবার গভীর রাতে উস্তি থানার অন্তর্গত দ্বীপের মোড় এলাকায় বিজেপি তালা বন্ধ পার্টি অফিস থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় তদন্তে নামে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ।
তদন্তে উঠে আসে মৃত ওই ব্যক্তির নাম পৃথ্বীরাজ নস্কর ( ৩৩) বাড়ি উস্তি থানার অন্তর্গত আটপাড়া এলাকায়।তিনি জানান তদন্ত এখন প্রাথমিক স্তরে রয়েছে। এই ঘটনা তদন্ত নেমে এক মহিলাকে আমরা গ্রেপ্তার করেছি।
প্রাথমিকভাবে পুলিশি তদন্তে উঠে এসেছে অবৈধ সম্পর্কের জেরে এই খুন। এই ঘটনায় অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে এবং অভিযুক্ত মহিলা পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে খুনের ঘটনা। ফোনের দিন ওই মহিলার মোবাইলের টাওয়ার লোকেশন ওই ঘটনাস্থল দেখাচ্ছিল। অনেক সময় পৃথ্বীরাজ অভিযুক্ত ওই মহিলার সঙ্গে ওই জায়গাতেই দেখা করতো।
বেশ কিছুদিন ধরেই পৃথ্বীরাজের সঙ্গে অভিযুক্ত মহিল ার সম্পর্কের অবনতি ঘটে। সম্পর্কের টানা পড়েন চলছিল দুজনের মধ্যে। পৃথ্বীরাজকে যৌনাঙ্গে আঘাত করে মারা হয়েছে বলে প্রাথমিক স্তরে উঠে এসেছে। অভিযুক্তকে গ্রেফতারের পর পুলিশের জিজ্ঞাসাবাদ করে আরও বেশ কিছু তথ্য উঠে আসবে বলে মনে করছি আমরা।
তদন্তের স্বার্থে বেশ কিছু তথ্য ঘটনাস্থল থেকে আমরা উদ্ধার করেছি। আগামী দিনে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে খুনের প্রকৃত কারণ এবং খুনের সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে তাদেরকে আমরা গ্রেফতার করবো।